নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক 'মাদক ব্যবসায়ী' নিহত হয়েছে। সোমবার রাত ১টা ২৫ মিনিটে উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনগরকান্দি এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে । মাদক ব্যবসায়ীর নাম আব্দুল খালেক। সে চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রাম এলাকার আজাহার আলীর ছেলে।
নাটোর ক্যাম্প র্যাব-৫ (সিপিসি-২) এর মেজর সিবলী মোস্তফা ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত ১টা ২৫ মিটিনে সিংড়ার শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি এলাকায় মাদক ব্যবসায়ীদের অবস্থান রয়েছে এমন তথ্যে অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। এসময় সেখানে থাকা একদল মাদক ব্যবসায়ীদের সাথে তাদের গুলিবিনিময় হয়। এতে ঘটনাস্থলেই এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। এসময় র্যাবের দুই সদস্য আহত হয়। মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০