নাটোর প্রতিনিধিঃ নাটোরে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের এক যুবলীগ নেতার বিরুদ্ধে ইউনিয়ন প্রাণী সম্পদ হাসপাতাল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
নাটোর প্রাণী সম্পদ দপ্তরের ভ্যাটেরিনারি ফিল্ড এসিস্টেন্ট মজিবুর রহমান অভিযোগ করেন, নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের শংকর ভাগ এলাকায় অবস্থিত ইউনিয়ন সহকারি প্রাণী সম্পদ হাসপাতাল (কৃত্রিম প্রজনন কেন্দ্র)টি দখল করে নিজ কার্যালয় বানানোর চেষ্টা করছিল ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম কালিয়া। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে কালিয়া তার সহযোগীদের নিয়ে হাসপাতালের প্রজনন কর্মি আব্দুল আজিজকে বের করে দিয়ে কার্যালয়টি দখলে নেয়। খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার জুলফিকার আলী এলাকাবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুললে যুবলীগ নেতা কালিয়া ও তার সহযোগীরা হাসপাতালে ভাংচুর চালিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করেনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০