নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেনের উপর হামলার প্রতিবাদে শনিবার (২০ জানুয়ারি) বিকেলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবলীগ। মিছিলটি গোপালপুর বাজার, রেলগেট প্রদক্ষিন শেষে কড়ইতলায় এসে শেষ হয়।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খালিদ হোসেন সরল জানান, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার গোপালপুর রেলগেট থেকে রাজনৈতিক কর্মকান্ড শেষে কালুপাড়াস্থ বাসভবনে যাবার পথে অত্র এলাকার শীর্ষ সন্ত্রাসী টুমন সহ কয়েকজন হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় তারা নাজমুলকে আটকাতে ব্যর্থ হয়ে গুলি ছোড়ে। অল্পের জন্য বেচে যায় নাজমুল। এছাড়া গোপালপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজাহান আলীর নিকট শনিবার (২০ জানুয়ারি) সকালে মোবাইল ফোনে গুলি করার কথা স্বীকার করে টুমন বলেছে, নাজমুল আমাকে খুব জ্বালাচ্ছে। আমি কিন্তু তাকে মেরে ফেলবো। সভাপতির উপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি, এর মধ্যে টুমনের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।
গোপালপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, হত্যার উদ্দেশ্যে এ ধরনের হামলা খুবই ঘৃণিত কাজ। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি।
তবে এ ব্যাপারে জানতে টুমনের মুঠোফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিক্ষোভ মিছিলে উপজেলা যুবলীগ, গোপালপুর পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ নের্তৃবৃন্দ অংশগ্রহন করে।
এ ব্যাপারে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, থানায় যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেনের উপর হামলার একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০