নাটোর প্রতিনিধি: নাটোরের সদর উপজেলার সিংহ পূর্বপাড়া গ্রামে ওমর ফারুক মিঠু নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওমর ফারুক সিঙ্গারদহো পূর্বপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে। আজ ভোর রাতে নিজ বাড়ির পাশে ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা মিঠুর বউকে ডাক দেয়। এসময় মিঠুর বউ বাইরে বেরিয়ে এসে দেখে বাড়ির বাইরে স্বামীর লাশ পড়ে আছে। এ সময় সে কাউকে ঘটনাস্থলে দেখতে পায়নি। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে মরদেহটি দেখতে পায়। পুলিশে খবর দিলে সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিকভাবে ধারণা ওমর ফারুককে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, আমরা এখনো ঘটনাস্থলে রয়েছি বিষয়টি তদন্ত করে দেখছি। প্রাথমিক তদন্তে শ্বাসরোধ করে হত্যা বলেই মনে হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকান্ড সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বলা সম্ভব হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০