নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের মোবারক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি জানান চতুর্ভুজ প্রেমের দ্বন্দ্বে খুন হয়েছেন মোবারক হোসেন। ১৫ জুন বিকেলে উপজেলার ইকোরী বিলে গরু চড়াতে গেলে তার তিন বন্ধু রশিদ জিহাদ, আসাদুল এবং প্রেমিকা আরিফা মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ ওই দিনই ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ১৬ জুন নিহতের স্ত্রী রানী বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে পুলিশ চাঞ্চল্যকর ও লোমহর্ষক এই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ইতিমধ্যে আরিফা আসাদুল ও রসিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০