নাটোর প্রতিনিধি : নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় রশিদা বেওয়া (৫৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রশিদা বেওয়া একই এলাকার মৃত হাবিবর মন্ডলের স্ত্রী। ঘটনারপর মোটরসাইকেল ফেলে পালিয়েছে চালক।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুরে রশিদা বেওয়া তার বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চালকসহ সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে রশিদা বেওয়াকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয়রা মোটরসাইকেলটি উদ্ধার করলেও চালক মোটরসাইকেল রেখেই পালিয়ে যায়।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০