নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৪নং নগর ইউনিয়ানে দৌগাছি গ্রামের দরিদ্র ও মেধাবী ছাত্রী জান্নাতুল ফেরদৌস টুম্পা পাশে এসে দাঁড়িয়েছেন কল্লোল ফাউন্ডেশন। টাকার অভাবে যখন অনিশ্চিত হয়ে পড়ে টুম্পার পড়াশুনার স্বপ্ন ঠিক তখন বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচার হলে তাৎক্ষণিক ভাবে সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন, বেসরকারি কল্লোল ফাউন্ডেশ। দীর্ঘদিন ধরে গরীব অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের উপবৃত্তি দিয়ে সহযোগিতা করে আসছে কল্লোল ফাউন্ডেশন, অর্থের অভাবে মেধাবীদের পড়াশোনা কোনোক্রমে বন্ধ হতে দেবে না তাই টুম্পাকে সার্বিক সহযোগিতা করবে কল্লোল ফাউন্ডেশন, কল্লোল ফাউন্ডেশন।
উল্লেখ্য ২০১৯ সালে এস এস সি তে জিপিএ-৫ পেয়ে দরিদ্র পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়েছিলো। জান্নাতুল ফেরদৌস টুম্পা বড়াইগ্রাম উপজেলার খলিশাডাঙ্গা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী এবং দৌগাছি গ্রামের ভ্যান চালক আব্দুর রহিমের মেয়ে। টুম্পা তার বাবার অবস্থা বেগতিক দেখে কলেজ বাদ দিয়ে হোটেলে কর্মী হিসেবে কাজ করছে। তার আয় থেকে পড়াশোনার খরচ ও ঋণের কিস্তি পরিশোধ করে যাচ্ছে সে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০