নাটোর প্রতিনিধি.
রবিবার ভোর ৫:০০ ঘটিকার সময় বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম পিতা মৃত আমজাদ হোসেন মাতা মৃত জহুরা বেগম মহল্লা কাপুরিয়াপট্রি থানা নাটোর সদর জেলা নাটোর তিনি ডায়বেটিকস ও কিডনী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন (ইনা লিল্লাহ....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর, তিনি মৃত্যুকালে স্ত্রী মরিয়ম বেগম, ২ছেলে ৪মেয়ে সহ বহুগুনগ্রাহী আতœীয়সজন রেখে যান। আশরাফুল ইসলাম কে নাটোর কেন্দ্রীয় মসজিদে ঈদগাহ ময়দানে রাষ্টীয় সালাম প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, এসময় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পক্ষে আব্দুর রহিম এ. এস.আই এবং পুলিশ সদস্য বৃন্দ উক্ত রাষ্টীয় মর্যাদায় সালাম জানায় । তার জানাজা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব। এসময় উপস্থিত ছিলেন
নাটোর জেলা ইউনিট কমান্ডের পক্ষে মোঃ নইম উদ্দিন সাবেক জেলা কমান্ডার, আলহাজ্ব এ.কে.এম হাসানুজ্জামান ভুলু, সহ-সভাপতি, সেক্টর কমান্ডার ফোরাম-মুক্তিযুদ্ধ”৭১, আনোয়ার হোসেন ,সাবেক ইউনিয়ান কমান্ডার বড়হরিশপুর,নাটোর, নাটোর সদর ,হানিফ আলী, অফিস এম.এল.এস.এস ,শেখ মোঃ ইউসুফ, সাধারন সম্পাদক, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ”৭১ নাটোর জেলা শাখা, ব্যবস্থাপনায় ছিলেন শেখ মোঃ আবুল হোসেন ,সভাপতি সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা”৭১ ও সাবেক উপজেলা কমান্ডার নাটোর সদর, এছাড়া নাটোর শহরের বহু গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন, তাঁকে রাষ্টীয় মর্যদায় ও জানাজা শেষে বাগাতিপাড়া উপজেলার জামনগর তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
খবর24ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০