নাটোর প্রতিনিধি :
নাটোর জেলাধীন নাটোর সদর উপজেলার ৫নং বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, গত ০৮/০৪/১৯ ইং তারিখ রোজ- সোমবার, আল সান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ ঘটিকায় মৃত্যুবরণ করেন (ইন্না.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ছয় মেয়ে, এক স্ত্রী এবং বহুগুণগ্রাহী রেখে যান। উক্ত মৃত বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সালাম ০৯/০৪/১৯ ইং তারিখে সকাল ১১ ঘটিকায় রাজিবপুর পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সালাম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে জনাব আবু হাসান,সহকারী কমিশনার ভূমি, নাটোর সদর, নাটোর। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পক্ষে ছিলেন এস.আই। তারা মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অর্নার প্রদান করেন। গার্ড অব অনার প্রদান শেষে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা
শেষে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাজিবপুর পশ্চিমপাড়া গোরস্থানে দাফন করা হয়। সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ উপজেলা শাখা নাটোর সদর, নাটোর তার বিদায়ী আত্মার রুহের মাগফিরাত কামনা করে। তার শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের জন্য সমবেদনা জ্ঞাপন করেন। ব্যবস্থাপনায় ছিলেন শেখ মোঃ আবুল হোসেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার নাটোর সদর। এছাড়াও উক্ত মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন সৈয়দ মর্তুজা আলী বাবলু, সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, জেলা শাখা, নাটোর, আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ইউসুফ, সাধারণ
সম্পাদক সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১, জেলা শাখা, নাটোর, বীর মুক্তিযোদ্ধা শুকুর মোল্লা, সাবেক ডেপুটি কমান্ডার, উপজেলা শাখা, নাটোর, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন দুলাল, সহ প্রাতিষ্ঠানিক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, সাবেক ইউনিয়ন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী, জনাব নজির উদ্দিন (মধু), সোনালী ব্যাংক প্রধান শাখা, নাটোর। বীর মুক্তিযোদ্ধা ছাড়াও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অদ্য ১০/০৪/১৯ ইং তারিখ, সকাল ৯ ঘটিকায় উক্ত মরহুমের মৃত্যুতে অত্র সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১, উপজেলা শাখা, ফুলবাগান এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০