নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদের উদ্দ্যোগে মাস্ক, সাবান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বড়াইগ্রামের লক্ষীকোল বাজারে করোনা সচেতনতায় উদ্বুদ্ধ করে মাস্ক ও সাবান বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, জেলা পরিষদ সদস্য ও বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম জোয়াদ্দার, পৌর যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাবর, বনপাড়া পৌর আওয়ালীগের প্রবীন নেতা আব্দুস সোবাহান প্রামানিক, জোয়ারী ইউনিয়নের ওয়ার্ড সদস্য ফেরদৌস-উল আলম প্রমুখ। লিফলেটে করোনা প্রতিরোধের বিভিন্ন দিক নির্দেশনামূলক করনীয় দেওয়া আছে। যা নিত্য দিনে ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সহযোগিতা করবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০