নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ডাকাতির ঘটনায় মালামাল সহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২২ জানুয়ারী রাত ২ টার দিকে জেলার নলডাঙ্গা বাজারের ভিআইপি রোডে ট্রাক নিয়ে গিয়ে ৪ টি দোকানে ডাকাতী সংঘটিত হয়। ডাকাতরা অস্ত্রের মুখে ৪ নৈশ প্রহরীকে হাত পা বেঁধে রেখে ৭০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরবর্তী গত ৫ ফেব্রুয়ারি তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার নন্দিগ্রাম উপজেলার কড়াইহাট এলাকায় ডাকাতির প্রস্তুতি সময় আব্বাস ও আশরাফ নামে দুই ডাকাতকে আটক করা হয়। তাদের স্বীকোরক্তি অনুযায়ী সিরাজগঞ্জের কালিন্দা হালদারপাড়ার নাসিমার বাড়ী থেকে লুন্ঠিত নামে অপর এক আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে ঢাকার শাহআলি মার্কেটের একটি দোকান থেকে ডাকাতী কাজে ব্যবহৃত ট্রাকসহ ১ হাজার ২৯৯টি শাড়ী, ৬৩১ টি লুঙ্গি ও ৭২২ টি থ্রি পিছ উদ্ধার করা হয়।আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০