নাটোর প্রতিনিধি:
নাটোরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে নির্যাতনের স্বীকার ছাত্রটি সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, সদর উপজেলার গৌরীপুর মেহেরুল্লাহ হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার বলাৎকার করে একই মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষক শাহাদৎ হোসেন। এক পর্যায়ে ঐ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে
পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ছাত্রটির পরিবারের লোকজন বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে তারা উল্টো শিক্ষার্থীর পরিবারকে হুমকি দেয়। নিরুপায় হয়ে স্বজনরা সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মাদ্রসার সেক্রেটোরি মোফাচ্ছের আলী সহ ৫ জনকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুল অভিযুক্ত শাহাদৎ হোসেন পালিয়ে যায়। তাকে আটক করতে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০