নাটোর প্রতিনিধি: নাটোরে র্যাবের অভিযানে আটক ১৭ মাদকসেবীর প্রত্যেককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে শহরের তেবাড়িয়া এলাকার আমবাগানে অভিযান চালিয়ে র্যাব-৫ এর একটি দল মাদক সেবন অবস্থায় তাদেরকে আটক করে।
র্যাব-৫ সূত্রে জানা যায়, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে শনিবার রাতে নাটোর সদর উপজেলার তেবাড়িয়ার আম বাগান এলাকায় তিন ঘন্টার অভিযান পরিচালনা করে। অভিযানে ১৭ যুবককে মাদক সেবন অবস্থায় আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরীর ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত ১৭ মাদকসেবীরা হলো- নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার মোঃ ফারুক হোসেন (২০), পিতা-মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ আরমান (২০), পিতা- মোঃ শিলু মিয়া, মোঃ জুয়েল হোসেন (২০), পিতা-মোঃ জসিম উদ্দিন, মোঃ সুমন (২৩), পিতা-মোঃ সিরাজ আলী, মোঃ হানিফ (২৮). পিতা- মোঃ রতন, বলাই চন্দ্র সরকার (২৬), পিতা- পিন্টু চন্দ্র সরকার, মোঃ মাইনুদ্দিন (২০), পিতা-মোঃ সোরাফ, মোঃ আল আমিন (২০), পিতা- মোঃ ওয়াহেদ, মোঃ মিঠুন (২১), পিতা-মোঃ শাহজাহান. মোঃ জুয়েল (২৩), পিতা- মোঃ রেজাউল করিম, মোঃ শাহিন হোসেন (২৭), পিতা-মোঃ শাহজাহান, মোঃ শফিকুল ইসলাম (২৭), পিতা-মোঃ হোসেন শেখ, মোঃ বিপুল (১৮), পিতা-মৃত শফিকুল ইসলাম, মোঃ ফয়সাল শেখ (১৮), পিতা-মোঃ ফজলু শেখ, মোঃ রাসেল আহম্মেদ (২৫), পিতা-মৃত আঃ রহিম, শহরের মল্লিকহাটি এলাকার মোঃ সাইদুল প্রাং (৩৫), পিতা-মৃত জব্বার প্রাং এবং রামনগর এলাকার মোঃ পিয়ারুল ব্যাপারী (৩০), পিতা-মৃত নিজাম ব্যাপারী।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০