নাটোর প্রতিনিধি: মাদক সেবন, সংরক্ষণ ও বিক্রির দায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মা ও ছেলেকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ দন্ডাদেশ দেন।
বিকেল তিনটার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। উপজেলার কালিকাপুর গ্রামের মৃত সুকুমার তিরিশের স্ত্রী অঞ্জলী রানী (৩৮) ও তার ছেলে স্বাধীন (১৯) কে এই দন্ডাদেশ দেওয়া হয়।
অপরদিকে পৃথক একটি অভিযানে উপজেলার বালিয়া গ্রাম থেকে মাদক মামলার আসামি সিরাজুল ইসলামকে (৩৫) আটক করা হয়। আটককৃত সিরাজুল একই উপেজলার বালিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০