নাটোর প্রতিনিধি: নাটোরে মাদক বহনের দায়ের করা মামলায় চালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন তিনজন - ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার নুরুল ইসলামের ছেলে ইকবার বাহার, ভালুকা থানার আবুল হোসেনের ছেলে ওয়াসিম এবং খোকা মিয়ার ছেলে মোহাম্মদ মোস্তফা। তিনজন আসামীই পলাতক ।
রবিবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৩ শে এপ্রিল নাটোর রেলস্টেশন সংলগ্ন চামড়া পট্টি এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশী করে সম্মুখ ইঞ্জিনের বিভিন্ন স্থানে সুকৌশলে রাখা ১৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় নাটোর সদর থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত করেন সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম।
দীর্ঘ শুনানি শেষে আজ রবিবার দুপুরে আদালত ওই তিন জনকে যাবজ্জীবন দন্ডাদেশ প্রদান করেন।
নাটোর জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট সিরাজুল ইসলাম দন্ডাদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০