নাটোর প্রতিনধিঃ নাটোরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাণী ভবানী সরকারী মহিলা কলেজে র্শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রশ্নপত্র ফাঁস ও নকল পতিরোধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন এবং সত্যবাদিতা, নৈতিক শিক্ষা, গুরুজনদের সম্মান, মানবতা ও দেশ প্রেমকে সবুজ কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা শপথ নিয়েছে। শপথ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. চিত্রলেখা নাজনীন।
রাণী ভবাণী সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এ,বি,এম মোস্তফা খোকন, প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের নাটোর জেলা শাখার সভাপতি শেখ রিফাদ মাহমুদ, সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর মাহাতাব, অর্থ সম্পাদক রাকিন রাইয়ান, তথ্য ও প্রচার সম্পাদক রাজিউন হাসান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলে স্লাোগান দিয়ে শপথ নেয়। ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে ও সব সময় শিক্ষার্থীদের সত্য কথা বলার শপথ করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০