নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার বাকশোর এলাকায় মাটিবাহী ট্রলির নিচে পড়ে রুমি (১০) নামের এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে বাকশোর গ্রামে। নিহত রুমি সিংড়া উপজেলার খেজুরতলা এলাকার চাতাল শ্রমিক মানিকের মেয়ে।
এলাকাবাসী জানান, রুমির মা মারা যাওয়ার পর থেকে রুমি তার নানী শামসুন্নাহারে সাথে দেখা শুনা করতো।আজ সকাল দশটার দিকে পাশ্বের বাকশোর গ্রামে একটি বিয়ে বাড়িতে বিয়ে খেতে যায়। খাওয়া-দাওয়া শেষে রাস্তায় বেরিয়ে আসলে দ্রুতগামী একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস এর উদ্ধারকর্মীদের খবর দিলে তারা এসে তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। জনগণ ট্রাক্টরটি আটক করে রেখেছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০