নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয় বর্ধক (আই.জি.এ) প্রশিক্ষণ প্রকল্পের ৭ম ব্যাচের প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট ও ভাতা প্রদান করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সার্টিফিকেট ও ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রশিক্ষনে অংশ নেয়া ব্লক বাটিক ও টেইলারিং ট্রেডের ৫০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে এ সার্টিফিকেট ও ভাতা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, ব্লক বাটিক ট্রেডের প্রশিক্ষক মরিয়ম খানম, টেইলারিং ট্রেডের প্রশিক্ষক হাফসা বেগম প্রমুখ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০