নাটোর জেলার সদর থানাধীন গোয়ালদিঘী কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি চোরাই মোটর সাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফেতার করেছে র্যাব-৫।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গত শনিবার (২৭ আগস্ট) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন গোয়ালদিঘী কৃষ্ণপুর এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মাঃ ফরহাদ হোসেন এবং কাম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মাঃ রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।
এসময় একটি নীল কালো রংয়ের পালসার এনএস ১৬০সিস মোটর সাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের সদস্য সোহরল রানা (৩০), ও সবুজ প্রামাণিক (২২)কে গ্রেফতার করা হয়।
র্যাব প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে বিভিন্ন জেলা হতে মোটর সাইকেল চুরি করে আকার আকর্তি পরিবর্তন বিক্রয় কের আসছে।
এঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০