নাটোর প্রতিনিধিঃ ”ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৮ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নাটোর জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার যৌথ উদ্যোগে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন এর নেতৃত্বে একটি র্যালী শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে বের হয়ে নাটোর জেলা প্রশাসন চত্তরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি শামীমা লাইজু নীলার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিএম মোঃ রাজ্জাকুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণশিক্ষা কার্যক্রম নাটোরের উপ-পরিচালক মোঃ জালালুম বাইদ জেলা শিশু একাডেমী উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ রইস উদ্দিন, ভোক্তা অধিকার ফোরাম নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহানারা বিউটি সহ সমাজের অন্যন্যে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০