নাটোর প্রতিনিধিঃ নাটোরে জেলা পরিষদের নির্মাণাধীন ভবনে শখের বসে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুর রশীদ (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ মে) দুপুর ১২টার দিকে শহরের আলাইপুর এলাকায় জেলা পরিষদের নির্মাণাধীন ভবনে বৈদ্যুতিক কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশীদ সদর উপজেলার চন্দ্রকোলা গ্রামের আবুল হোসেন মুন্সীর ছেলে। তিনি দিঘাপতিয়া এমকে কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন বলে জানা যায়।
নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।
স্বজনদের বরাত তিনি জানান, আব্দুর রশীদ একজন দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা-মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। শহরের বড়গাছা এলাকায় ভাই-বোন ছাত্রাবাসে থেকে দিঘাপতিয়া এমকে কলেজে পড়াশুনা করতেন তিনি। সেই সঙ্গে মাঝে মধ্যে পারটাইম কাজ করে পড়াশুনার খরচ যোগাতেন।
সকালে এক বন্ধুর সঙ্গে শখের বসে জেলা পরিষদের নির্মাণাধীন মিলনায়তনে ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে কাজ করতে যান রশীদ। এসময় কাজ চলাকালে অসাবধানতা বশত বিদ্যুতের তারে স্পর্শ লেগে গুরুতর আহত রশীদ। বিষয়টি বুঝতে পেরে কর্মরত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলেও তিনি জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০