নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার দস্তানাবাদ এলাকা থেকে ৪ বোতল বিদেশী মদ সহ বাবর আলী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গেস্খফতার করেছে র্যাব। আটককৃত বাবর আলী দস্তানাবাদ তকিয়া বাজার এলাকার মৃত তাবারক মোল্লার ছেলে।
নাটোর র্যাব ক্যাম্প (সিপিসি-২) এর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি এস এম জামিল আহমেদ এর নেতৃত্বে গত রাতে সদর থানাধীন দস্তানাবাদ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বাবর আলীকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় ৪ বোতল বিদেশী মদ , ১টি মোবাইল সেট, ১টি সিম, মাদক বিক্রয়ের ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিকার করেন , উক্ত মাদক জব্দকৃত বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছিল ।
এ ঘটনার নাটোর সদর থানায় একটি মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০