নাটোর প্রতিনিধি: নাটোরে গাছ কাটা মামলায় বিটিভি উপকেন্দ্রের উপ-পরিচালক সহ ৫জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতের বিচারক মামনুর রশিদ তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামীরা হচ্ছে, নাটোর বিটিভি উপকেন্দ্রের পরিচালক এবং শহরের মোহনপুর এলাকার আব্দুস সোবহানের ছেলে দেলোয়ার হোসেন, চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার ময়েজ উদ্দিনের ছেলে মাহাতাবুর রহমান, বাগাতিপাড়া উপজেলার নওপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইকবাল হোসেন এবং ইকবাল হোসেনের ছেলে সানি।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, পারিবারিক বিরোধে আমার বাদি সাবিহা বেওয়ার জমিতে থাকা ১লাখ ২০হাজার টাকার গাছ কর্তন করে আসামীরা। এ নিয়ে গত ৪মে সাবিহা বেওয়া বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করে। মামলায় আজ মঙ্গলবার দুপুরে আসামীরা হাজির হয়ে জামিনের আবেদন করে। কিন্তু নাটোর জজ আদালতের বিচারক মামনুর রশিদ তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০