নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পদ্মানদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জানা যায়, লালপুর উপজেলার ১ নং লালপুর ইউনিয়নের দিয়াড় বাহাদুরপুর এলাকায পদ্মানদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চররুপপুর গ্রামের লতিফ মালিথার ছেলে লিটন কে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালত বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন২০১০এর১৫(১) ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আর কখনও অবৈধভাবে বালু উত্তোলন করবে না এই মর্মে লিটনের কাছ থেকে মুচলেখা নেয়া হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০