নাটোর প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরে বার্ষিক পুলিশ সম্মেলন ও ক্রীড়া প্রতিযোগীতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় নাটোর পুলিশ লাইনস এ জেলা পুলিশের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস দিলরুবা খুরশীদ। অনুষ্ঠানে আরও ইপস্থিত ছিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, নাটোর জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সাজেদুর রহমান খাঁন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা শিক্ষা অফিসার, রাজশাহী বিভাগের অন্যান্য ৭ জেলার পুলিশ সুপারবৃন্দ, নাটোরের ৭টি থানার সহকারী পুলিশ সুপারবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ জেলা পুলিশের সর্বোস্তরের পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নাটোর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০