নাটোর প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় লাশ বহনকারি একটি এ্যাম্বুলেন্স স্যান্যালপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে গেলে ৩ জন আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, বাগাতিপাড়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের জটিল রোগে আক্রান্ত এক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান। বুধবার ভোর রাতে মৃতের স্বজনরা একটি এ্যাম্বুলেন্সে করে তার লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন।
পথে উপজেলার স্যান্যালপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রন হারালে এ্যাম্বুলেন্সটি পুকুরের পানিতে পড়ে যায়। এতে ওই এ্যাম্বুলেন্সের তিন যাত্রি আহত হন। স্থানীয়রা পুকুর থেকে লাশ উদ্ধার করে মৃতের বাড়ি পৌঁছে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে পুকুর খননের কারনে রাস্তাটি ঝুঁকিপুর্ন হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে।
এএইচআর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০