নাটোর প্রতিনিধি: “বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি”- প্রতিপাদ্য নিয়ে নাটোরে বর্নাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন বীমা কোম্পানীর পক্ষ থেকে নানা কর্মসুচি গ্রহন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে এক বর্নাঢ্য র্যলি কানাখালি মাঠ বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে নবাব সিরাজ উদ-দৌলা কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অলোক মৈত্র ও বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানির প্রতিনিধিগণ। অনুষ্ঠানে বীমা বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০