নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় বজ্রপাতে শাহিন মন্ডল (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত শাহিন মন্ডল একই গ্রামের রহিম মন্ডলের ছেলে ও নলডাঙ্গা শহীদ নাজমুল হক ডিগ্রী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র। মাধনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান ও নিহতের পারিবারের সদস্যরা জানান, শাহিন মন্ডল মঙ্গলবার বিকেলে বাড়ির পার্শবর্তী মাঠে পাটের বীজ বপন করতে যায়।
এ অবস্থায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির এক পর্যায়ে প্রচন্ড গতিতে বজ্রপাত শুরু হয়। সেই বজ্রপাতে ঘটনাস্থলেই শাহিন মন্ডলের মৃত্যু হয়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানের মৃত শাহিন মন্ডলের মরদেহ তার পরিবারের কাছে রয়েছে।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০