নাটোর প্রতিনিধি : গাউসুল আজম (১৮) নামে এক প্রতিবন্ধী যুবক গত ১ লা জুন নাটোর শহরের দক্ষিণ বড়গাছার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
সে ঐ এলাকার দিনমজুর আব্দুল গাফ্ফারের একমাত্র ছেলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জিনসের প্যাণ্ট ও ফুলহাতা চেক শার্ট। গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। ডান পা ও ডান হাতে সমস্যাসহ মানসিক সমস্যা রয়েছে। তার হাতে অসংখ্য কাটার দাগ রয়েছে।
এ ঘটনায় তার বাবা নাটোর থানায় একটি জিডি করেছেন। কেউ তার সন্ধান পেলে নাটোর সদর থানা অথবা ০১৯৬৬১৪০৩০৮ ও ০১৭৪৭৬৪৯৩৯৩ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০