নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (৪৫) কে শ্লীলতাহানির অভিযোগে রুবেল হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তার নিজ বাড়ি থেকে রুবেলকে গ্রেফতার করে পুলিশ। রুবেল উপজেলার বাসুদেবপুর দোলবাড়ি গ্রামের হাকিম উদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, দুই-তিন মাস ধরে ওই নারীকে উত্যক্ত করছিলেন রুবেল। এর ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৮টায় বাসুদেবপুর চকপাড়া গ্রামে ওই নারীকে শ্লীলতাহানি করেন রুবেল। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা করতে গিয়ে ব্যর্থ হন গ্রাম্য বিচারকরা। এদিকে মামলা করতেও দিচ্ছিলেন না রুবেল ও তার স্বজনরা।
অবশেষে রোববার দুপুরে ওই নারীর ভাই কলিম উদ্দিন বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। এরিপ্রেক্ষিতে রবিবার রুবেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০