নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় পুর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষের ২ লাখ টাকার গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কলম ইউনিয়নের পারসাঁঐল হাজিপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসি ও অভিযোগ সুত্রে জানা যায়, হাজিপুর গ্রামের মৃত জুড়ান মোল্লার ছেলে আবুল হোসেনের বসত বাড়ি ও বাগান বাড়ির মালিকানা নিয়ে ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলেদের মধ্যে র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ পুর্ণ এই জমি নিয়ে নাটোর র্কোটে একটি মামলা চলমান রয়েছে। মামলা চলমান থাকা সত্ত্বেও গতকাল বুধবার সকালে প্রতিপক্ষ মৃত নুর মোহাম্মদ মোল্লার ছেলে জয়নাল, মান্নান, ইছাহক, আউয়াল এবং তাঁর দুই পুত্র মালেক ও মাহফুজ সহ ১০/ ১২ জনের একটি সংঘ বদ্ধ দল আবুল হোসেনের বসত বাড়ি নিজের দাবি করে এবং প্রকাশ্য দিবালোকে তাঁর বাগান বাড়িতে লাগানো গাছ ও ফলজ জাতীয় গাছ কাটা শুরু করে। এ অবস্থায় মেহগনি, বাবলা, আম, সুপারী, পিয়ারা সহ বিভিন্ন প্রজাতির কাঠ ও ফলের গাছ কেটে বাড়িতে নিয়ে যায়। প্রতি পক্ষ ঘটনাস্থল গিয়ে বাধা দিলে জয়নালের লোকজন অকাট্য ভাষার গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয়। আবুল হোসেনের দাবি ৪০ বছর ধরে আমার দখলে থাকা এই বসতবাড়ি ও বাগানে নিজের হাতে লাগানো গাছ গুলো প্রতিপক্ষ কেটে ফেলায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিংড়া থানা অফিসার ইনর্চাজ নুর-এ আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০