নাটোর প্রতিনিধি: নাটোরে পিআইবির আয়োজনে সাংবাদিকদের বুনিয়াদী কোর্সের প্রথম ধাপের তিন দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। শুক্রবার বিকেলে তিনদিনব্যপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক ও নাটোর কোর্সের সমন্বয়কারী পারভীন সুলতানা রাব্বি, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের সহকারী অধ্যাপক আবদুল কাইয়ুম, নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এস এম মনজুরুল হাসান প্রমুখ।
প্রথম ধাপের তিনদিনের বুনিয়াদী প্রশিক্ষণে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক, বার্তা সংস্থা, অনলাইন নিউজ পোর্টার, ফটো এজেন্সি ও স্থানীয় প্রকাশিত দৈনিক পত্রিকা থেকে মোট ৪০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহন করে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০