নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় নাগর নদে সেতুর সাথে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে মাহফুজ হোসেন নামের এক মাঝির মৃত্যু হয়েছে। গত বুধবার এ ঘটনা ঘটলেও ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী টিম তার লাশটি উদ্ধার করে। নিহত মাঝি উপজেলার ১০নং চৌগ্রাম ইউনিয়নের সারদার নগর গ্রামের মৃত মফেল প্রামাণিকের ছেলে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাগর নদের দমদমা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, বিকালে সিংড়া বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি কাঠবোঝাই নৌকা আত্রাইয়ের পসিরের দিকে যাচ্ছিল। এসময় দমদমা এলাকা পৌঁছলে মাঝি মাহফুজ প্রামাণিক অসাবধনতাবশত সেতুর সাথে ধাক্কা লেগে নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা অনেক
খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টাফ অফিসার রাশেদুর রহমানের নেতৃত্বে ডুবুরী আব্দুর রাজ্জাকের সহযোগীতায় ডুবুরী জুয়েল রানা নিখোঁজ মাহফুজ হোসেনকে উদ্ধার করেন। পরে তার লাশ সিংড়া পৌরসভা মেয়র মো: জান্নাতুল ফেরদৌসের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার কাজ সার্বিক পরিচালনা করেন নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০