নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের উপল-শহর এলাকায় ১০ বছর বয়সী এক শিশু কন্যা গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন (৫০)কে আটক করেছে। সাখাওয়াত হোসেন উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও উপল-শহর এলাকার মৃত খয়েরউদ্দিন ছেলে।
শিশুটির পরিবার এবং এলাকাবাসী জানায়, শিশুটির পরিবার অতি-দরিদ্র হওয়ায় ২ মাস আগে সাখাওয়াতের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে থাকে। গত শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সাখাওয়াত শিশু কণ্যাটিকে নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এবং ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য মোটা অংকের টাকার প্রস্তাব দেয়। পরে আস্তে আস্তে ধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হয়ে গেলে স্থানীয় সুধীমহল পুলিশকে খবর দেয় এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
বডাইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমিন আলী জানান, অপরাধী যেই দলেরই হোক না কেন তার বিচার হওয়া দরকার। তিনি এ ঘৃণ্যতম ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাখাওয়াত হোসেনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে শিশু ধর্ষণ মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০