নাটোর প্রতিনিধি: ভিক্ষাবৃত্তিকে নিরুসাহিত করতে নাটোরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য ভিক্ষকুদের মাঝে দোকানঘর, সেলাই মেশিন সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভিক্ষুকদের মাঝে দোকানঘর, সেলাই মেশিন এবং ছাগল বিতরণ করেন রাজশাহী বিভাগী কমিশনার হুমায়ন কবীর খোন্দকার।
এসময় জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
নাটোর জেলায় মোট ১হাজার ৩৭৪জন ভিক্ষুক পুনর্বাসন করবে জেলা প্রশাসন। এজন্য ব্যায় হবে মোট ৫৪লাখ টাকা।
এর আগে রাজশাহী বিভাগী কমিশনার জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় জেলার উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।#
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০