নাটোর প্রতিনিধি: নাটোরে দুটি ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা এবং বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান জানান, নাটোর শহরের নিচাবাজার এলাকায় জামান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্সের মেয়াদ ৫বছর আগে শেষ হলেও নতুন করে লাইসেন্স নবায়ন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা এবং লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া একই এলাকার চামেলী ডায়াগনষ্টিক সেন্টারের ল্যাবে নির্দ্দিষ্ট পরিমানের চেয়ে তাপমাত্রা কম থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০