খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাসান মোল্লা (৩৬) নামে এক চালক নিহত হয়েছেন।
শনিবার (১০ মার্চ) সকালে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টায় নাটোর-বগুড়া মহাসড়কের জেলা প্রশাসকের বাস ভবনের সামনে দুই ট্রাকের সংঘর্ষে আহত হন হাসান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার খেমিরদিয়ার ভাটোপাড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০