নাটোর প্রতিনিধি: নাটোরে রাসেল ওরফে তামিম এবং মোজাম্মেল নামে ২ জেএমবি সদস্যকে ২০ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম সন্ত্রাস বিরোধী আইন ও সন্ত্রাস মূলক কর্মকান্ডের পৃথক ধারায় তাদের ২০ বছর করে কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ১৪ জুলাই নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকা থেকে একটি পিস্তল জেএমবির বিভিন্ন ডুকুমেন্ট ও নগদ টাকা সহ রাসেল ওরফে তামিম ও মোজাম্মেল হোসেনকে আটক করে র্যাব-০৫। এ ঘটনায় তাদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের হয়। এই ঘটনায় পুলিশ ওই দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেয়। আদালত সাক্ষ্য প্রমান শেষে সোমবার দুপুরে এ রায় দেন। রায়ের সময় অভিযুক্ত দুইজনই আদালতে উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০