নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুল বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতে শহরের তেবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুলের ছোট ভাই জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম জানান, আবুলের বিরুদ্ধে একটি জোড়া হত্যাসহ দুইটি হত্যাসহ ৪৮ টি মামলা রয়েছে। প্রতিটি মামলায় রাজনীতিক এবং তিনি জামিনে রয়েছেন। শনিবার রাতে নামাজ শেষে কয়েকজন দিনমজুরকে খাবার দিয়ে ফেরার পথে তাকে গ্রেফতার করে পুলিশ।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ফয়সাল আলম আবুল বেপারী একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। আবুল বেপারীকে গ্রেফতার গ্রেফতারের নিন্দা জানিয়ে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জাতির এই সংকটকালে বিরোধী দলের নেতাকর্মীরা মানুষের পাশে দাড়াবে তারও উপায় নেই। দরিদ্র মানুষদের খাবার বিতরণ শেষ করর বাসায় যাওয়ার পথে তাকে আটক করা হয়।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০