নাটোর প্রতিনিধি: নাটোরে ২০ হাজার লিটার চোলাই মদ সংরক্ষণ ও প্রকাশ্যে বিক্রির অপরাধে তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) রাতে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম ভূইয়া এ কারাদণ্ডাদেশ দেন।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. যায়েদ শাহরীয়ার এ তথ্য জানান।
এরআগে বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার পাইকপাড়া গ্রামে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এসময় ২০ হাজার লিটার চোলাই মদ সংরক্ষণ ও প্রকাশ্যে বিক্রির দায়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা হলেন- সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত শিবু বিশ্বাসের ছেলে শ্রী গনেশ বিশ্বাস (৫০), মৃত সামসুল বিশ্বাসের ছেলে শ্রী নারায়ণ বোড়ীয়া (৫৫) ও মৃত কালু বিশ্বাসের ছেলে শ্রী বৈদ্যনাথ বিশ্বাস (৪৫)।
পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক আসামিকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে গ্রেফতার আসামিদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০