নাটোর প্রতিনিধি: নাটোরে ডাকাতির ১৮টি গরু , ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রাক ও নগদ ৮০ হাজার টাকাসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাালে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৮ জানুয়ারী নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গোরস্থানপাড়া এলাকায় একদল ডাকাত খালি ট্রাক দিয়ে গতি রোধ করে গরু ব্যবসায়িদের গরু বোঝাই ট্রাকের গতিরোধ করে। এরপর ২৪টি গরু বোঝাই ট্রাকটি ছিনিয়ে নিয়ে চলে যায় ডাকাতরা। গরু ব্যবসায়িরা বিষয়টি ৯৯৯ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানালে নাটোরের পুলিশ অভিযানে নামে।
এক পর্যায়ে নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের গফুর মোল্লার ছেলে মানিক এবং সিরাজগঞ্জের শাহজাদপুর থানার জোতপাড়া গ্রামের কাউছার আলীকে গ্রেফতার করে।
পরে তাদের দেয়া তথ্য অনুসারে শাহজাদপুর উপজেলার নন্দলালপুর বাজার পাড়া থেকে আফসার আলীর ছেলে হাসেম ও পোরজানা গ্রামের নুর বক্সের ছেলে জামালকে গ্রেফতার করে।
পরে জামালের গরুর খামার হতে চুরি হওয়া ১৮টি গরু ও গরু বিক্রির নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম সার্কেলের এএসপি হারুন অর রশিদ, বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার ও নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন ও অন্যান্য পুলিশ কর্মকর্তা ।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০