নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে এক ঠিকাদারের বাসায় চুরি। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরির দাবি করেছেন পৌরসভার পেড়াবাড়ীয়া মহল্লার হেলাল উদ্দিন নাসির।
ঠিকাদার নাসির জানান, আজ সোমবার
সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের দরজা খোলা। জানালা ভাঙ্গা থাকায় তিনি
মনে করছেন চোর জানালা দিয়ে ঢুকে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে
নিয়ে যায়। পরে দেখা যায় ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা, প্রায় ১২ ভরি
স্বর্নালংকার চুরি হয়েছে । পরে পুলিশে খবর দিলে বাগাতিপাড়া মডেল থানার
অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, বাগাতিপাড়া পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লায় ঠিকাদার ব্যাবসায়ীর বাসায় চুরির ঘটনা ঘটেছে এমন খবর শুনে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির বিষয়ে তদন্ত চলছে। যারা চুরির সাথে জড়িত তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০