নাটোর প্রতিনিধিঃ নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বনগ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর(৩৫) মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা রেল স্টেশন এলাকায় কর্মরত রেলওয়ের কী-ম্যান শহিদুল ইসলাম জানান, বনগ্রাম এলাকার ২৩৯ নম্বর ব্রিজের কাছে রাতে পৌনে ১২টার দিকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ওই নারী গত কয়েক দিন ধরে এ এলাকাতে অপ্রকৃতিস্তভাবে ঘোরাফিরা করছিলেন। সম্ভবত মানসিক প্রতিবন্ধী ছিলেন।
রেলওয়ের সান্তাহার জিআরপি থানার ওসি মোঃ আকবর হোসেন জানান, খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০