নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকায় ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নলডাঙ্গা থানার ওসি উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মকা হোসেন (৩৭) নাটোর সদর উপজেলার তেলকুপি মোড় এলাকার আশকর আলীর ছেলে।
সোমবার বিকাল পৌনে ৫টার দিকে বাসুদেবপুর রেলষ্টেশনের দক্ষিন রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ওসি উজ্জ্বল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে মকা হোসেন পরিবারের প্রয়োজনীয় দ্রব্য কিনতে নিজ মোটরসাইকেল চালিয়ে বাসুদেবপুর হাটে যাচ্ছিলেন।
পথে বাসুদেবপুর বাজারের অদূরে স্থানীয় রেলষ্টেশনের দক্ষিন রেলগেট পার হওয়ার সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সাথে সে মোটরসাইকেলসহ ধাক্কা খায়। এসময় মোটরসাইকেল থেকে সে ছিটকে রাস্তার পাশে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দূর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি দুমড়ে-মুচরে গিয়েছে।
স্থানীয়দের দাবী, ঘটনাস্থলের রেলগেটে গত তিনমাস থেকে কোন গেটম্যান নেই।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০