নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় একটি মেছো বাঘ মারা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে নলডাঙ্গা রেল স্টেশনের দক্ষিনে নওপাড়া এলাকায় রেললাইন পারাপারের সময় একটি মেছো বাঘ (ঢাকা গামী) ট্রেনের ধাক্কায় ছিটকে রেললাইনের নিচে পড়ে যায়। মেছো বাঘের মৃত্যুর বিষয়টি জানাজানি হলে, সকালে বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় জমায় প্রাণীটি দেখার জন্য।
বিবিসিএফ’র দপ্তর সম্পাদক ফজলে রাব্বী বলেন, নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে ওই এলাকার আশেপাশে ঝোপঝাড়ে মেছো বাঘসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বাস করে। এর আগেও নলডাঙ্গায় বিভিন্ন সময় মেছো বাঘের মৃত্যু হয়েছে। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সাথে কথা বলে, স্থানীয়দের প্রাণীটি মাটিতে পুতে ফেলার নিদের্শ দেওয়া হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০