নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক শরিফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি কদমতলা এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত চালক চট্রগ্রাম জেলার মিরশরাইল উপজেলার মিসরাই গ্রামের মৃত মখলেসুর রহমানের ছেলে।
বনপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম জানান, ঈশ্বরদী থেকে চট্রোগ্রামগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ঢ ১৬-০৬৩৫) গড়মাটি কদমতলা এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি মালবাহি ট্রাক (ঢাকা মেটো ট ২২-৪৫৪৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মাইক্রোচালক শরিফুল নিহত হন। তিনি আরও জানান, মাইক্রোবাসটি ঈশ্বরদীতে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০