নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার হাজীর হাট এলাকায় একটি ট্রাক ও তেলবাহী লড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছে।
নিহত রেজাউল ইসলাম(৭০) রাজশাহী জেলার শাহমখদুম এলাকার আফরিন তেল পাম্পের ম্যানেজার এবং বোয়ালীয়া থানা এলাকার বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, সোমবার দুপুর ২টার দিকে বনপাড়া-হাটিকুমড়–ল মহাসড়কের হাজীর হাট এলাকায় রাজশাহীগামী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হাড়িয়ে বাঘাবাড়ীগামী একটি তেলবাহী লড়ির সামনে ধাক্কা দেয়। ট্রাকটির আঘাতে তেলবাহি লড়ি নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন লড়ির ভেতর আটকে থাকা রেজাউলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০