নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ইটবাহি ট্রলি চাপায় ওই ট্রলির হেলপার মোয়াজ্জেম হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামে এ ঘটনা ঘটে। মোয়াজ্জেম ওই গ্রামের সবার হোসেনের ছেলে।
জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, মোয়াজ্জেম হোসেন ট্রলির হেলপারি করে। তারা মানইর নুর আলীর ভাটা থেকে ইট নিয়ে জোনাইল আসার পথে হঠাৎ ট্রলি থেকে ছিটকে পড়ে ওই ট্রলির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০