নাটোর প্রতিনিধি : সদ্য বদলীর আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক শাহিনা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তার কর্মময় জীবন তুলে ধরে বক্তৃতাকালে আবেগাপ্লুত হয় নাটোর প্রেসক্লাবের সদস্যরা। মঙ্গলবার সন্ধায় নাটোর প্রেসক্লাবের আয়োজনে নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রেসক্লাব হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রিদয় বিদারক বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় অন্যন্যোর মধ্য বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবিএম মোস্তফা খোকন, বাসস এ জেলা সংবাদদাতা ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফারাজি আহমেদ রফিক বাবন,ডেলি নিউএজ পত্রিকার নাটোর প্রতিনিধি আশরাফুল ইসলাম, যমুনা টিভির স্টাফ রিপোর্টস নাজমুল হাসানসহ প্রেসক্লাবের অন্যন্যোর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক এম কামাল মৃধা জেলা প্রশাসকের গত তিন বছরে নাটোর জেলায় বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে যে ভুমিকা রেখেছেন তারি ফল হিসাবে উত্তরাগনভবন, জালালাবাদ এলাকায় লালন একাডেমি ভবন স্থাপন, দিঘাপতিয়া শিশুপরিবারে সকল সদস্যর মা এমনটাই বলতে গিয়ে রিদয় বিদারক ও নিরবতা নেমে আসে পুরো প্রেসক্লাব হল রুম জুড়ে। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চলায়নের দ্বায়ীত্ব পালন করেন প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক ইসাহক আলী। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ক্রেষ্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুনকে স্বাস্থ্য বিভাগে উপ-সচিব হিসাবে বদলী করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০