নাটোর প্রতিনিধি: নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধে সামরিক ও বেসামরিক প্রশাসনের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামরিক এবং বেসামরিক প্রশাসনের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা , বাংলাদেশ সেনাববাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেজর মো: কামরুল ইসলাম , জেলা সিভিল সার্জেন ডা: মিজানুর রহমান , স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বি , অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম , উপ-পরিচালক এনএসআই ইকবাল হোসেন প্রমুখ । এছাড়াও জেলা সাতটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতটি থানার অফিসার ইনচার্জ সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।।
সভায় নাটোরবাসীকে করোনা ভাইরাসের প্রকোপ হতে রক্ষা করতে সর্বাত্মক সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি জনসাধারণের মধ্যে করোনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সকলের বাংলাদেশ সেনাবাহিনী পক্ষে থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানানো হয়। এছাড়াও জেলা প্রশাসকের পক্ষে থেকে যে ৮ টি পদক্ষেপ নেওয়ার আহবান করা হয়েছিল সেগুলো বাস্তাবায়ন করা হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০